রাঙ্গামাটিতে আজ থেকে শুরু হলো ৩ দিনব্যাপী নারী উদ্দ্যোক্তা মেলা

RHDC Picture 03-10-13-01

আলমগীর মানিক,রাঙামাটি:

নারী উদ্দ্যোক্তাদের ক্ষমতায়ন ও পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আরও অধিক সংখ্যক নারী উদ্দ্যোক্তা সৃষ্টির লক্ষে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে রাঙ্গামাটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) সিআইডিপি অফিস প্রাঙ্গনে ৩দিন ব্যাপী নারী উদ্দ্যোক্তা মেলা শুরু হয়েছে।

মেলার উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি মানোয়ারা বেগম, প্রোগ্রাম অফিসার শাহীন ফরহাদ, বিসিকের সহকারী ব্যাবস্থাপক রাহুল রায় প্রমূখ। উদ্ভোধনের পর রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। নারী উদ্দ্যেক্তা উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) রাঙ্গামাটির নারী উদ্দ্যেক্তাদের পণ্য বাজারজাতকরণ ও প্রসারের লক্ষে এ মেলার আয়োজন করেছে বলে অভিমত প্রকাশ করেন উদ্দ্যোক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন