রাজস্থলীতে ভোটার তালিকা হালনাগাদ ২৪ মে পর্যন্ত

নিজস্ব সংবাদাতা, রাজস্থলী:
রাজস্থলীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে ১৫ মে থেকে। ২৪ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীরা উপজেলার ৩টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এসময় তারা ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা জন্ম সনদের ভিত্তিতে ১৮ বছর পূর্ণ বয়সের ব্যক্তিদের ভোটার তালিকার তথ্য ফরম পুরন করবেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ১৫ মে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানের সভাপতিত্বে সমন্বয় কমিটির অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, দীপময় তালুকদার, সাংবাদিক আজগরআলী খান, ও গগনু মারমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন