রামগড়ে বিজিবি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ও নির্মাণ সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন (৪৩ বিজিবি) গরিব ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, মসজিদের ওজুখানা নির্মাণ, চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অনুদান ও ছাগল বিতরণ করেছে।

শুক্রবার (১৬ জুন) রামগড় পৌরসভার তৈচালাপাড়াস্থ জোন সদরে আর্থিক সহায়তা ও নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৩ বিজিবি ব্যাটালিয়ন ও জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ ।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, রামগড় জোন এলাকার দরিদ্র পাহাড়ি-বাঙালি পরিবারগুলোর মাঝে ৬টি সেলাই মেশিন, ৬ বান্ডিল ঢেউটিন, ৬টি ছাগল, দরিদ্র এলাকার মসজিদের জন্য অজুখানা, ৩৫টি পরিবারকে চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থসহ মোট ৫৩টি পরিবারকে সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন