রামুতে আবু বকর ছিদ্দিক (র.) ইন্সটিটিউটে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ramu pic manobbondon 07.08.16 (1)

নিজস্ব প্রতিনিধি:

রামু উপজেলার জোয়ারিয়ানালা চা বাগান হযরত আবু বকর ছিদ্দিক (র.) ইন্সটিটিউট এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় মাদরাসার সামনে চা বাগান নোনাছড়ি সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন, মাদরাসা পরিচালনা কমিটি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ সর্বস্তুরের জনতা।

মানববন্ধন কর্মসূচির পূর্বে মাদরাসা মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, হযরত আবু বকর ছিদ্দিক (র.) ইন্সটিটিউট পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা আবু তাহের। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল হুদা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শুয়াইব।

সিনিয়র সহকারি সুপার মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় মত বিনিময় সভায় মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনির আহমদ, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমীর হোছাইন হেলালী, সাংবাদিক সোয়েব সাঈদ, সমাজসেবক নুর হোছাইন, রমিজ আহমদ, এজাহার মিয়া, আবু ছৈয়দ, মোহাম্মদ ইউনুচ, মাদরাসার সিনিয়র শিক্ষক আবদুল মতলব, ছানা উল্লাহ বাবর, মৌলানা কামাল হোছাইন, মুর্শিদা আকতার লাকী, তানজিনা আফাজ, রোকসানা আক্তার, রেহেনা আক্তার, শারমিন, শাহীদা খানম, মোমেনা আক্তার, মুর্শিদা আক্তার প্রমূখ। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র মাহমুদুর রহমান তারেক।

পরে মাদরাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। এসময় জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত, জসিম, মুবিন, আসিফ, রিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানব কল্যাণের ধর্ম। মানুষ হত্যা দূরের কথা, কোন প্রাণীকে কষ্ট দেয়াও ইসলাম সমর্থন করে না। তাই যারা ইসলামের নামে মানুষ হত্যায় মেতে উঠেছে তারা ইসলামের অনুসারি নয়। তারা ইসলাম, মানবতার শত্রু। তাদের প্রতিহত করা প্রত্যেক দেশ প্রেমিক ও ঈমানদার নাগরিকের দায়িত্ব। এ দায়িত্ব পালনে এদেশের শিক্ষক, ছাত্র ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল মহলকে ভূমিকা রাখতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন