রামুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা

IMG_20140204_130643

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আসন্ন এস.এস.সি,দাখিল ও কারিগরী পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রামু উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরী(ভোকেশনাল) শাখার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান,সহকারী শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করে।

মঙ্গলবার সকাল ১১টায় রামু উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও রামু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা অরূপ চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহেনা বেগম, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপার এমদাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদার, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল আলম, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশেদ আলম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার, কলঘর আবু বক্কর ছিদ্দিক দাখিল মাদ্রাসার সুপার মোঃশরীফ, শিক্ষক আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ।

এতে বক্তারা পরীক্ষার কেন্দ্রের নিয়ম কানুন, আইন-শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেন। পরীক্ষার কেন্দ্রে সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পর্যবেক্ষক, ভিজিটিং টিম, কেন্দ্রে কর্তব্যরত অফিসার যথাযথ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন