রামুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক কমিটি গঠিত

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩জুলাই) রাত ৮টায় বাইপাস সিটি পার্ক কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবীন নেতা হাজী মোঃ হানিফের সভাপেিতত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতাব্বর।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই রামুর বঙ্গবন্ধু সৈনিকলীগকে এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তা ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আজিম কনক। বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি এড. আ.জ.ম মঈন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লাভলু, প্রচার সম্পাদক আবু রাজিব, মহিলা সম্পাদিকা মমতাজ বেগম। সৈনিকলীগ নেতা রাশেদুল হক বাবুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুল হক রাজা, সাবেদ সুলতান, ফরিদুল আলম, বিশিষ্ট সাংবাদিক হাসান তারেক মুকিম প্রমুখ।

সভায় জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতাব্বর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আজিম কনক দলীয় প্যাডে যৌথ স্বাক্ষর করে ৩১ সদস্য বিশিষ্ট একটি রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেন।

উক্ত কমিটিতে যারা রয়েছেন তারা হলো, আহবায়ক মিজানুল হক রাজা, যুগ্ম আহবায়ক রাশেদুল হক বাবু, ছাবেদ সুলতান, মৌলভী ফরিদুল আলম, মোঃ ইউনুচ, শেখ রাসেল সুমন এবং সদস্য সাইফুল ইসলাম বাবু, নবাব মিয়া, সাহাব উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, জসিম উদ্দিন, মোঃ সেলিম উদ্দিন, লোকমান হাকিম, পুতু সওদাগর, আব্দুল মাবুদ, মোঃ মোস্তাক, মোঃ শফি, মোঃ ওসমান গনি, মুফিদুল আলম, মোঃ রফিক, মোঃ ইয়াহিয়া, সাইফুল হাসান, ফরিদ আলম, মোঃ আয়রন, শফিউল আলম লালু, মোঃ সেলিম ড্রাইভার, অর্থন বড়ুয়া, মোঃ রুবেল হোসেন, মোঃ রমজান আলী, জাকের হোসেন, মহি উদ্দিন, শেফালী বেগম, ভুলু বড়ুয়া, জাকের হোসেন ও বিপুল বড়ুয়া আব্বু।

নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে রামুর বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতৃবৃন্দ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন