রামুতে শিক্ষক ঐক্য পরিষদের সম্মেলনে এবতেদায়ী শিক্ষদের জাতীয় স্কেলে বেতন-ভাতার দাবী

ramu pic madrasa 15.10

রামু প্রতিনিধি :

কক্সবাজার জেলার আটটি উপজেলার শিক্ষকদের অংশগ্রহণে রামুতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রামুর তেচ্ছিপুল হেমায়তুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ, ঢাকা কেন্দ্রিয় কমিটির সভাপতি এসএম জয়নুল আবেদিন জিহাদী। প্রধান বক্তা ছিলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ, ঢাকা কেন্দ্রিয় কমিটির মহাসচিব শামসুল আলম।

সভায় বক্তারা এবতেদায়ী মাদ্রাসা শিক্ষদের জাতীয় স্কেলে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে বলেন, দেশের যুগোপযোগী শিক্ষার প্রসারে সরকারী প্রাথমিক শিক্ষকদের মতো এবতেদায়ী শিক্ষকরা ভুমিকা পালন করে আসছে। ১৯৯৪ সাল থেকে দেশের রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা করে মাসিক ভাতা দেয়া হতো। কিন্তু এখন রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার পাশাপাশি শিক্ষকদের পূর্ণ বেতন দেয়া হচ্ছে। অথচ সমান ভূমিকা পালন করার পরও এবতেদায়ী শিক্ষকদের পর্যাপ্ত বেতন-ভাতা দেয়া হচ্ছে না।

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এভাবে চরম বেতন বৈষম্যের ফলে মানবেতর জীবন পার করছে। তাই অবিলম্বে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষদের জাতীয় স্কেলে বেতন-ভাতা প্রদানের ঘোষনা দেয়া না হলে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দাবি আদায়ে কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবে।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সদর উপজেলা সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম, চকরিয়া উপজেলা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শফিউল আলম, আহসান হাবিব, উখিয়ার মৌলানা হারুনুর রশিদ, পেকুয়ার সহিদ উল্লাহ, জকরিয়া, রামুর রুহুল আমিন, আবু তাহের, মহেশখালীর নাসির উদ্দিন ও লোকমান হাকিম, টেকনাফের আবুল বশর ছিদ্দিকী প্রমূখ। সম্মেলনে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার শতাধিক এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন