রামুর রাজারকুলে মাওলানা আমান উল্লাহ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

ramu pic komol 05.02.17

রামু প্রতিনিধি :
রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদরাসা নতুন সংযোগ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা আমান উল্লাহ সিকদারের নামে নামকরণকৃত এ সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দিত পুরো ইউনিয়নবাসী। এ সড়ক নির্মাণ সম্পন্ন হলে রাজারকুল ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ছাড়াও সর্বস্তুরের মানুষের চলাচলে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় সড়কটি নির্মাণকাজ উদ্বোধন করতে এসে সাংসদ নিজেও গেঞ্জি পরিহিত অবস্থায় মাটির ঝুড়ি মাথায় নিয়ে মাটি ভরাট কাজে অংশ নেন। এসময় সাংসদ কমলের পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও মাটির ঝুড়ি মাথায় নিয়ে সড়ক ভরাট কাজে শরিক হন।

এর আগে সাংসদ কমল ফলক উন্মোচন করে মরহুম মাওলানা আমান উল্লাহ সিকদার সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছলে মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল, মাছুমিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, আজিজুল উলুম মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তুরের মানুষ সাংসদ কমলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল বলেন, মাওলানা আমান উল্লাহ সিকদার ধর্মীয় শিক্ষা প্রসারের পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। তাঁর মতো গুণী ব্যক্তির নামে একটি নতুন সড়কের নামকরণ করাটা সময়োপযোগী পদক্ষেপ। পর্যায়ক্রমে সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ অন্যান্য ব্যক্তিদের নামেও বিভিন্ন সড়কের নামকরণ করা হবে।

রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, মাদরাসার শিক্ষক মোহাম্মদ হোছাইন, ছাত্রলীগ নেতা মাশেকুর রহমান।

রাজারকুল আজিজুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নী, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক সুপার মাওলানা হাবিবুল হক সিকদার, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ ও নুরুল হক, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, ইউপি সদস্য আবদুর রহিম ও আবদুল গফুর প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাদরাসা ছাত্র সালাহ উদ্দিন। এছাড়া সাংসদ কমলের সম্মানে মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আবদুল খালেক রচিত কাব্য অভিনন্দন পাঠ করেন শিক্ষার্থীরা।

রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ জানিয়েছেন, এসড়কের অভাবে বর্তমানে রাজারকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষকে যেকোন স্থানে যেতে হলে কয়েক কিলোমিটার বেশী সড়ক পাড়ি দিতে হচ্ছে। বিশেষ করে স্কুল, মাদারাসাগামী শিক্ষার্থীরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। মাত্র দেড় হাজার ফুট দূরত্বের মাওলানা আমান উল্লাহ সড়ক নির্মিত হলে পুরো ইউনিয়নের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে। তিনি এসড়ক নির্মাণে অগ্রনি ভূমিকা রাখায় রামু-কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমলের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন