লামায় আইনশৃঙ্খলার অবনতিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্বেগ

উপজেলা প্রতিনিধি, লামা:
বান্দরবানের লামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যান্য যে কোন সময়ের চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের আগ্রাসন, জুয়ার অবাধ আসর, ইভটিজিং ও অবাধে রোহিঙ্গার অনুপ্রবেশের কারনে চুরি-ডাকাতি, অপহরণ এবং হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিগন উদ্বেগ প্রকাশ করে এসব অভিযোগ করেন। আগামী একমাসের মধ্যে উদ্বুত পরিস্থিতি সম্পুর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল লামা থানা পুলিশকে নির্দেশ দেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা আহামদ, লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান খাঁন, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বিশেষ অতিথি ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম, ফাইতং ইউপি চেয়ারম্যান মো. সামশুল আলম, আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. নাজেমুল ইসলাম, সমাজসেবা অফিসার শাহীনেওয়াজ, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমতিয়জ, হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাহ্লাখাইন মার্মা, সাংবাদিক প্রিয়দর্শী বড়–য়া, মুহাম্ম্দ কামালুদ্দিন, মো. কামরুজ্জামান ও ফরিদ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন