শনিবার রামুর ৫ ইউনিয়নে নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচন

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী শনিবার (২৮মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ম ধাপে নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ি অনুষ্ঠিতব্য এসব ইউনিয়নের মধ্যে রয়েছে ঈদগড়, কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া ও রশিদনগর। বৃহষ্পতিবার (২৬ মে) এসব ইউনিয়নে প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রচারনা শেষ হবে।

রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বলেছেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার প্রয়োগ যেন মানুষ সুষ্ঠুভাবে করতে পারে, এ লক্ষ্যে শতভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন চলাকালে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, নির্বাচনের কেন্দ্রে কোনো প্রার্থী বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। ইতি মধ্যে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, মাইকিং করে নির্বাচন সুষ্টভাবে পালন করার জন্য আহবান জানানো হয়েছে। উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমটাই তিনি মনে করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচ আয়োজনে নির্বাচন কমিশন আগের চেয়ে এখন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারাও অনিয়মে জড়িতদের ছাড় দেবেন না। নির্বাচনে যে কোন প্রকার অনিয়ম হলে তা সংশ্লিষ্ট দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট বা প্রশাসনিক কর্মকর্তাদের জানানোর অনুরোধ জানান তিনি।

৫টি ইউনিয়নের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলাম রশিদনগর ইউনিয়নের রির্টার্নিং অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সলিম উল্লাহ ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নের রির্টার্নিং অফিসার এবং কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের রির্টার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূপেন চাকমা।

৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তালিকা:
ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. নুরুল ইসলাম বাঙ্গালী (নৌকা), নুরুল আজিম (ধানের শীষ), ফিরোজ আহাম্মদ ভূট্টো (আনারস) ও দিদারুল ইসলাম (মোটর সাইকেল)।

কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান নুরুল হক (ধানের শীষ), শফিউল আলম (নৌকা), এস এম আবদুল মালেক (মোটর সাইকেল), মোস্তাক আহাম্মদ (ঘোড়া), মো. হানিফ (আনারস)।

রশিদনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বজল আহমদ (নৌকা), শাহ আলম (আনারস), সিরাজুল ইসলাম (ঘোড়া) ও আবদুল করিম (ধানের শীষ)। কচ্ছপিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন (নৌকা), চেয়ারম্যান পদপ্রার্থী- আবু মোহাম্মদ ইসমাঈল নোমান (ধানের শীষ), জাকের আহমদ (আনারস), ।

গর্জনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী (নৌকা), গোলাম মওলা চৌধুরী (ধানের শীষ), মুহাম্মদ মুহিববুল্লাহ (মটর সাইকেল), মো. শাহরীয়ার ওয়াহেদ (ঘোড়া), সৈয়দ নজরুল ইসলাম (আনারস)।

উল্লেখ্য রামুর অপর ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন