শারদীয় দূর্গাপুজা উদযাপনে উপলক্ষে খাগড়াছড়িতে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

সনাতন ধর্মের হিন্দু ও ত্রিপুরাদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা আনন্দঘন ও সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ শনিবার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে খাগড়াছড়িতে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মিজানুর রহমান।

এসময় এনএসআই এর উপ-পরিচালক আজিজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক তরুন কুমার ভট্টাচায্য, এড. বিধান কানুনগো, খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্পাদক আবু দাউদসহ প্রত্যেক পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও মসজিদের ইমামরা বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়েছে, এবার খাগড়াছড়িতে ২টি ঘট পুজাসহ মোট ৪৫টি পুজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা হবে। পুলিশ সুপার জানিয়েছেন, পুজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। মোতায়েন থাকবে ২৪টি স্টাইকিং ফোর্সসহ ১৩শ ৪৬ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন