সন্ত্রাস ও বিভেদের বিরুদ্ধে দীঘিনালায় সচেতন ছাত্রসমাজের মানববন্ধন

10846521_787813741289145_826286199_n

দীঘিনালা প্রতিনিধি :

“হত্যার অপরাজনীতি বন্ধ করুন, কুচক্রী-স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন, পারষ্পরিক বিভেদ-অনৈক্য- বিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন” এই প্রতিপাদ্য ধারণ করে মানবন্ধন করেছে দীঘিনালার সম্মিলিত সচেতন ছাত্র সমাজ।

শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কায়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ১৯৭৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেএসএস ( জনসংহতি সমিতি) এর দীর্ঘ ২৪ বছরের আন্দোলনের ফসল হিসেবে স্বাক্ষরিত হয় পার্বত্য শান্তি চুক্তি। ১৯৯৭ সালের পরবর্তীতে শুরু হয় পাহাড়ে রাজনীতির অন্য এক মেরুকরণ। একদিকে রাষ্ট্রের ক্রমাগত আগ্রাসন, অন্যদিকে পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আন্তঃ ভ্রাত্রিঘাতি সংঘাত। এই ভ্রাত্রিঘাতি সংঘাতে প্রায় ৭‌শর অধিক প্রাণ হারায়। পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে ভ্রাত্রিঘাতি সংঘাতের কারণে দিন দিন আড়ালে চলে যাচ্ছে, পাহাড়ে গণতান্ত্রিক আন্দোলন।

বক্তরা আরো বলেন, ভ্রাত্রিঘাতি সংঘাতের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে এবং রাজনীতির নামে অপরাজনীতির প্রয়োগ ঘটিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আমরা একত্র হয়েছি এক মঞ্চে।

কুষ্টিয়া পলিটেকনিক্যাল বিদ্যালয়ের ছাত্র এডিসন চাকমার নেতৃত্ব মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অজল দেওয়ান চাকমা, খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র পুনেন্টু চাকমা, দীঘিনালা ডিগ্রী কলেজ ছাত্র সুদ্রিপ্ত চাকমা প্রমুখ।

উল্লেখ্য সম্মিলিত ছাত্র সমাজে ঐক্যবদ্ধ সংগঠনগুলো হলো সাধারণ শিক্ষার্থীবৃন্দ, হিল ব্লাগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফেরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট ফোরাম(বিএমএসসি), ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএমএফ) এবং রাজনৈতিক ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন