সেবার মান বৃদ্ধিতে কক্সবাজারে অবহিতকরণ সভা

unnamed-5-copy

নিজস্ব প্রতিবেদক:

‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আমির হোসেনসহ সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পরিবার কল্যাণ অফিস সহকারী, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকেরা।

সভায় সেবা ও প্রচার সপ্তাহকালীন সময়ে পরিকল্পনা স্থায়ী, অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসহ সংশ্লিষ্ট সেবাসমূহ প্রদান করা হবে বলে জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন