১১ নভেম্বর খাগড়াছড়ির সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে- জেলা আওয়ামীলীগ

স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :

আগামী ১১ নভেম্বর খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রীর খাগড়াছড়ি আগমন উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে উঠবে খাগড়াছড়ি। আওয়ামীলীগ সরকারের আমলে খাগড়াছড়িতে ৭‘শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি জেলায় আগমন উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতি জানাতে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসব কথা জানালেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টায় নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক নির্মল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম সফিসহ সিনিয়র নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিং’এ জানানো হয়, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ সরকারের আমলে খাগড়াছড়িতে বাস্তবায়িত ৩২০ কোটি টাকার উন্নয়ন কাজের ১৩ প্রকল্প উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নেওয়া বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরে এ সমাবেশকে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশকে সফল করতে খাগড়াছড়ি স্টেডিয়ামে মঞ্চ তৈরীসহ মাঠ সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন