২৫ কিশোরকে অভিভাবকের কাছে হস্তান্তরের নির্দেশ

11090045

নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমার থেকে ফেরত আনা বাংলাদেশী ১২৫ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ২৫ জনকে রেড ক্রিসেন্ট সোসাইটির জিম্মায় অভিভাবকদের কাছে হস্তাস্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপ্রাপ্ত বয়স্কদের হাজির করা হলে বিচারক অরুন পাল এই আদেশ দেন।

এছাড়াও ফেরত আনা অপর ১০০ জনকে তথ্য সংগ্রহের কাজ শেষ করে বৃহস্পতিবার বিকালের মধ্যে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর।

আইওএম কর্মকর্তা জানান, এর আগে মিয়ানমার থেকে ফেরত আনাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ২৭ জন থাকার কথা বলা হলেও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে তথ্য সংগ্রহের পর ২৫ জন শনাক্ত করা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নুল আবেদীন জানিয়েছেন, মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা ১২৫ জনের মধ্যে বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অপ্রাপ্ত বয়স্ক ২৫ জনকে আদালতে নিয়ে আসে। আদালতে হাজির করা হলে কক্সবাজার সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুন পাল রেড ক্রিসেন্টের জিম্মায় বাড়িতে অভিভাবকদের কাছে হস্তান্তরের পর আদালতের কাছে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আদালতের নির্দেশনা মতে বৃহস্পতিবার সকালের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ২৫ জনকে অভিভাবকদের হাতে হস্তান্তর করা হবে।

তিনি জানান, অপ্রাপ্ত বয়স্ক ২৫ জনের মধ্যে কক্সবাজার জেলার ২২ জন, বান্ধরবান জেলার ২ জন ও ঢাকার ১ জন। এরা হল, ঢাকার যাত্রাবাড়ীর স্কুল গলি এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রবিন (১৬), বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার নুর আহমদের ছেলে আমান উল্লাহ (১৭), লামা উপজেলার বিলছড়ি মাইজপাড়ার মনোয়ার হোসেনের ছেলে কাউছার আলম (১৬), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ভালুকিয়া পালং তুলাতলি এলাকার মৃত আয়াজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৭), ভালুকিয়া পালং থিমছড়ি এলাকার মোহাম্মদ আলমের ছেলে মামুনুর রশিদ (১৫), ভালুকিয়া পালং ফয়জাবাপের পাড়ার নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (১৭), রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়ার আবুল কালামের ছেলে আবু ছৈয়দ (১৬), দক্ষিণ মিঠাছড়ির উমখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ইরফান মিয়া (১৫), দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ শহিদুল্লাহ (১৭) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার শামশুল আলমের ছেলে মোহাম্মদ ফয়সাল (১৪), শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ নুরুচ্ছফার ছেলে শফিক আলম (১৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল্লান পাড়ার কলিম উল্লাহর ছেলে হাফিজুর রহমান (১৬), অলিয়াবাদ এলাকার হাজী মোক্তার আহমদের ছেলে সাইফুল ইসলাম (১৬), শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জিয়াবুল হাসান (১৩), শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ ইয়াছিনের ছেলে ফায়সাল মিয়া (১৬), সাবরাং মুন্ডার ডেইল এলাকার মেহের হোসেনের ছেলে মোহাম্মদ আলী (১৭), শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান (১৫), কক্সবাজার সদর উপজেলার লারপাড়ার আবুল হোসেনের ছেলে শফিউল করিম (১৪), চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ার মৃত নাজির আহমদের ছেলে জানে আলম (১৬), ভারুয়াখালী ইউনিয়নের দক্ষিণ করিম সিকদার পাড়ার জাফর আলমের ছেলে মোহাম্মদ ফিরোজ (১৭), মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মিজানুর রহমান (১৬), কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদার পাড়ার জমির আহমদের ছেলে মনির উদ্দিন (১৭), মহেশখালীর পুটিবিলা এলাকার আবু জাফরের ছেলে কায়সার হামিদ (১৫), চকরিয়া উপজেলার ঢেমুশিয়া তেচ্ছাপাড়ার মাহবুল আলমের ছেলে মোহাম্মদ মিনারুর রহমান (১৭), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার নুরুল কাদেরের ছেলে মিরাজ উদ্দিন (১৭)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন