৫ বছরে ঈদগাও’র মত উন্নয়ন জেলার কোথাও হয়নি


নিজস্ব প্রতিবেদক, রামু:

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিগত ৫ বছরে ঈদগাওতে রেকর্ড পরিমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে। এতবেশী উন্নয়ন কক্সবাজার জেলার কোথাও হয়নি।

রবিবার (১৪ অক্টোবর) বিকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাওতে মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সন্ধ্যায় ঈদগাও ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু মেধা বৃত্তি ২০১৮ এর পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। মানুষের কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ বলেই এতবেশী উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিপুলভোটে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, ব্যাপক উন্নয়ন হওয়ায় ৫ বছরে ঈদগাও এলাকার চিত্র পাল্টে গেছে। এখানে রাজা মিয়া সেতু নির্মাণ, পোকখালী-চৌফলদন্ডী সেতু নির্মাণ, ৩ কোটি টাকা ব্যয়ে ঈদগাও ডিসি রোড নির্মাণ, ১৭ কোটি টাকা ব্যয়ে কবি নুরুল হুদা সড়ক নির্মাণ হয়েছে। এছাড়া বৃহত্তর ঈদগাও এর তেলিপাড়া সড়ক, জাকেরপাড়া সড়ক, বোয়ালখালী সড়ক, আউলিয়াবাদ সড়ক, গজালিয়া সড়ক, ভাদিতলা সড়ক সহ অসংখ্য সড়কের কাজ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। অচিরেই ভারুয়াখালী সংযোগ সেতুর কাজ শুরু হবে।

এমপি কমল বলেন, শিক্ষাক্ষেত্রেও ঈদগাওতে উন্নয়নের ফলে নব দিগন্ত উন্মোচিত হয়েছে। ঈদগাও কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং ২টি ভবন নির্মাণ, আলমাছিয়া মাদ্রাসায় ভবন নির্মাণ, ঈদগাওতে শহীদ মিনার নির্মাণ, ঈদগাও হাই স্কুলের ভবন নির্মাণ, পোকখালী হাই স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

সাংসদ কমল বিকালে ঈদগাওতে পৌঁছে মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাংসদ কমলকে নৌকা উপহার দেন। এতে নেতাকর্মীসহ সর্বস্তুরের জনতা আগামী নির্বাচনে সাংসদ কমলকে মনোনয়ন দেয়ার দাবী জানান এবং কমলকে বিজয়ী করতে পুরো ঈদগাওবাসী সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মমতাজুল আলম সওদাগরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর সিদ্দিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফিরোজ আহমদ, ইউপি সদস্য আবু বক্কর বান্ডি, বশির, আবদু শুক্কুর ও দিদার, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, ছাত্রলীগ নেতা আবু হেনা প্রমূখ।

এছাড়াও সাংসদ কমল বিকালে ঈদগাও স্টেশনে এন ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এসময় কক্সবাজার সদর এবং রামু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন