পর্যটনকে ছড়িয়ে দিতে এক্সক্লুসিভ টুরিজম জোন হচ্ছে বান্দরবানে

Bandarban Pic-29.8.2014 নিজস্ব প্রতিবেদক: তিন পার্বত্য জেলায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরো বৃাদ্ধির পরিকল্পনা নিয়েছে পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষে কক্সবাজারে ইটিজেড (এক্সক্লুসিভ টুরিজম জোন) স্থাপনসহ পার্বত্য চট্টগ্রামের বৈচিত্রময় সংস্কৃতি ও নয়নাভিরাম সৌন্দর্য বিদেশিদের কাছে তুলে ধরা হবে। শুক্রবার বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র পর্যটন বিষয়ক বৈঠকের পর পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ১৬ সেপ্টেম্বর হতে ১৮ সেপ্টেবর পর্যন্ত তিন দিনব্যাপী পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বান্দরবানে পর্যটন উৎসব করা হবে। এ উৎসবের প্রস্তুতি হিসেবেই নীলাচল পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যান পর্যটন সচিব। এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদ, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী মমিনুর রহমান আমিন, জেলা পরিষদের সদস্য কাজি মুজিবর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পর্যটন সচিব জানান, পর্যটন খাতের আয়ের বেশির ভাগই আসে বিদেশি পর্যটকদের কাছ থেকে। তাই বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ও তাদের আগমন বৃদ্ধি করতে মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তিনি জানান, কক্সবাজারের সাবরাং এ ১১৬৫ একর জমিতে ইটিজেড গড়ে তুলা হবে। এটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্পের মধ্যে একটি। পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় ইতি মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। এর অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়ক চারলেইন করা, চট্টগ্রাম দোহাজারী রেল লাইন কক্সবাজার হয়ে ঘুনদুম পর্যন্ত সম্প্রসারণ, মেরিন ড্রাইভ সড়কসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। এগুলো করা গেলে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে বলে তিনি আশা করেন। পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকার সেনারগাঁ হোটেলে ফুড ফেস্টিবল ও বান্দরবানে পর্যটন উৎসব করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন