মান ভাঙ্গলো বান্দরবান জেলা বিএনপির সভাপতি জেরীর

স্টাফ রিপোটার

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু (জেরী) মান ভাঙ্গলো। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার শহরের বালাঘাটা এলাকায় নির্বাচনী অফিস উদ্ধোধন শেষে দলের মনোনীত প্রার্থী পৌর মেয়র জাবেদ রেজার হাতে ধানের শীষ তুলে দিয়ে জনগনের কাছে পরিচয় করিয়ে দেন দলের সভাপতি জেরী। এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামিম, জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাচিং প্রু জেরী বলেন, আগে দলের মধ্য যাকিছু হোকনা কেন আমরা ধানের শীষ প্রতীককে জয়ী করতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। গতবার যেমন করে দলীয় নেতা কর্মীরা দলের পক্ষ হয়ে জাবেদ রেজার পক্ষে কাজ করেছেন এবার আরো উদ্যোমী হয়ে কাজ করে ধানের শীষ প্রতিককে জয়ী করতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আড়াই বছর জেলা বিএনপি’র সভাপতি জেরীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর মেয়র জাবেদ রেজার সাথে আধিপত্য বিস্তার নিয়ে দলীয় কোন্দল চলছিল। এ সময়ের কেন্দ্রীয় নির্দেশে সভা-সমাবেশ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্য কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। উভয়ের মধ্য মতবিরোধ নিরসন করতে কেন্দ্রীয় নেতারা কয়েববার হস্তক্ষেপ করলেও কোন সফলতা আসেনি।

গত নভেম্বর জেরী একতরফা ভাবে জাবেদ অনুরারীদের বাদ দিয়ে জেলা কাউন্সিল করার উদ্যাগ নেয়। বিষয়টি জাবেদও তার অনুসারীরা কেন্দ্রে আবেদন জানালে বিএনপির কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত করে। আসন্ন পৌর নির্বাচনে জেলা সভাপতি জাবেদ রেজাকে বাদ দিয়ে অন্য-দুজনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটিতে পাঠায়। কেন্দ্র সবকিছু বিবেচনা করে বর্তমান পৌর মেয়র জাবেদ রেজাকে দল থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চিঠি পাঠায়।

এদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটি উভয়ের বিরোধ মেঠাতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামিম দুদিনের সফরে আসে। শুক্রবার ও শনিবার জেরী, জাবেদ এবং তাদের অনুসারীদের সাথে কয়েক দফা বৈঠক শেষে দলের মধ্য ঐক্য ফিরে এসেছে বলে দলীয় সূত্র জানায়।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একধিক দলীয় কর্মীরা জানিয়েছেন সাচিং প্রু জেরী জাবেদ রেজার পক্ষে কতটুকু কাজ করে তা দেখার বিষয়। গাছের গোড়া কেঁটে আগায় পানি দিলে দলীয় প্রার্থীও ভরাডুবির আশংঙ্খা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন