রামুর পূণঃনির্মিত বৌদ্ধ বিহার পরির্দশন করলেন রাষ্ট্রপতি

0033psd
       
উপজেলা প্রতিনিধি,রামু :     
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেট কক্সবাজারের রামুর  বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লী পরিদর্শন করেছেন। কুশলবিনিময়কালে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের রামুবাসীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করেন।

রাষ্ট্রপতি রামুতে পৌঁছে ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ বৌদ্ধ বিহার, রামু ফতেখাঁরকুল মেরংলোয়া গ্রামে কেন্দ্রীয় সীমা বিহার, রামু জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি এলাকায় ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মুর্তি সম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র  পৌঁছলে ভিক্ষুসহ বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

দুপুর ১ টায় তিনি  হেলিকপ্টারযোগে রামু ত্যাগ করে  করেন। এসময় উপস্থিত ছিলেন রামু কক্সবাজার সদর আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সুনন্দপ্রিয় থের, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে আহমদ হোছাইন, সাধারণ সম্পাদক সালাহ আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু,  রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, বৌদ্ধ নেতা প্রবীর বড়ুয়া, অলক বড়ুয়া, কিশোর বড়ুয়া,সাংবাদিক দর্পণ বড়ুয়া, পুলক বড়ুয়া, অরূপ বড়ুয়া কালু, পলক বড়ুয়া আপ্পু, সুরেশ বড়ুয়া বাঙ্গালী, সোনিয়া বড়ুয়া মেম্বার, ববিতা বড়ুয়া প্রমুখ।                            

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন