খাগড়াছড়িতে পাসপোর্ট অফিস উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

10942298_762867303807559_1236071944_nসিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য জেলা বান্দরবানের পর এবার আরেক পাহাড়ী জেলা খাগড়াছড়িতেও পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হলো। ফলে দীর্ঘপথ পাড়ি দিয়ে আর রাঙামাটি যেতে হবেনা আগ্রহীদের। পাসপোর্ট অফিস চালুর মধ্য দিয়ে খাগড়াছড়িবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পাশাপাশি পাসপোর্ট নিয়ে বিড়ম্বনা থেকেও মুক্ত হলো খাগড়াছড়ি জেলার জনগণ।

সোমবার দুপুরে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়িতে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে উল্লেখ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, খাগড়াছড়ির পাসপোর্ট প্রত্যাশীদের এখন আর পাসপোর্টের জন্য জেলার বাইরে কোথাও যেতে হবেনা। ঘরে বসেই কম খরচে পাসপোর্ট পাবে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: জহুরুল আলমের হাতে পাসপোর্ট তুলে দিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবদুল খালেক, খাগড়াছীড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: শহিদুল্লাহ প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন