বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

Bandarban dorjok 13.10.2013

নিজস্ব প্রতিবেদক :

“প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দুর্যোগে করণীয় মহড়া পরিচালিত হয়। অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট ইশরাত জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক মো. ইসহাকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের ময়দানে দুর্যোগকালীন অবস্থা থেকে উদ্ধার অভিযান মহড়া প্রদর্শন করেন, ফায়ার সার্ভিসের কর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন