বান্দরবানে বন্য হাতির তান্ডবে শিশুসহ নিহত ২

Bandarban Photo

 জেলা প্রতিনিধি, বান্দরবান:

 বান্দরবানে বন্যহাতির আক্রমণে মো: সজিব (৭) নামের এক শিশু ও দেলোয়ারা বেগম (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো: ইসমাইল জানান, ভোর রাতে বন্যহাতির পাল ভাগ্যকুল এলাকার জোহরা বেগমের ঘরে প্রবেশ করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ছেলে সজিবকে পদদলিত করে।

স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকায় হাতির পালটি তান্ডব চালানোর পর পাশ্ববর্তী লুনছড়া এলাকায় আবার তান্ডব চালায়।সেখানে দোলোয়ারা বেগমকে পদদলিত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ওই এলাকায় বেশ কিছু কাচা ঘরবাড়ি ও জমির ফসল নষ্ট করেছে বন্য হাতির পালটি। সকালে স্থানীয়রা খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং পুলিশ কর্তৃপক্ষকে খবর দেয়।

 বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, হাতির তান্ডবের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে। পরে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 স্থানীয়রা জানান, বন্য হাতির একটি পাল কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। মধ্যরাতে বন্যহাতির পাল লোকালয়ে হানা দেয়। বিশেষ করে নির্জন এলাকার বসতিতে বন্য হাতির পাল প্রতিনিয়ত তান্ডব চালাচ্ছে। হাতির তান্ডব থেকে রক্ষায় রাতের বেলা লাঠিসোটা ও আগুন ব্যবহার করছে ওই এলাকার বাসিন্দারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন