লক্ষ্মীছড়িতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

jkljljjooo

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষক সমাবেশে মানসম্মত শিক্ষাকে আরো গতিশীল করতে সকলেকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। গতকাল বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীছড়িতে নতুন জাতীয়করণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।

এক স্কুল, এক শিক্ষক, এমনটা হলে হবে না উল্লেখ করে বক্তারা বলেন, শুধু মুখে, ব্যানারে, কাগজে পত্রে বললে হবে না বাস্তবে শিক্ষাকে এগিয়ে নিতে হলে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই একদিন সুশিক্ষিত সমাজ এবং মানসম্মত শিক্ষা আশা করা যায়।

শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শান্তি কুমার চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর আলী। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মো. বেলাল হোসেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারি, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, চাথোয়াই অং মারমা, বিজয় কুমার চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. গোলাম মোস্তফা।

উল্লেখ্য, সরকার সম্প্রতি লক্ষ্মীছড়ি উপজেলার ১৩টি রেজিষ্টার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন