ঈদের নামাজ পড়তে গিয়ে ইংল্যান্ড সফরের জন্য দোয়া চাইলেন মুশফিক
বগুড়া শহরের ধরমপুর মাটিডালি জিলাদার ঈদগাহ ময়দানে বাবা মাহবুব হামিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নামাজ শেষে তিনি ময়দানে আসা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুশফিক সবার কাছে আগামী মাসে হতে যাওয়া ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন পর বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ২০১৯ সালে নিজ শহরে ঈদ উদ্যাপন করেছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। করোনা মহামারি এবং ব্যক্তিগত ব্যস্ততায় গত কয়েক বছর ঈদে বগুড়ায় আসতে পারেননি। এবার ঈদের কয়েক দিন আগেই স্ত্রী ও ছেলেকে নিয়ে বগুড়ায় নিজ বাড়িতে আসেন মুশফিক।
মাঝে কিছুদিনের ছন্দহীনতা কাটিয়ে মুশফিক আবার ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন। নামাজ শেষে মুশফিকের বাবা মাহবুব হামিদ বলেছেন, ছেলে ছন্দ ফিরে পাওয়ায় খুশি তাঁরা। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিক নিজের সেরা খেলাটা উপহার দিতে পারবেন বলেও আশা করেন মাহবুব হামিদ। সূত্র: প্রথম আলো