ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

fec-image

বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে প্রথমে তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ১১টায় ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশ তাই বেশ ফুরফুরে মেজাজে আছে। চাপে থাকবে ইংল্যান্ডই। বিশ্বকাপের পরিসংখ্যানও ইংলিশদের চাপে ফেলতে পারে। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

আফগানদের ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় হার দিয়ে শুরু হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

শক্তিমত্তায় ইংলিশরা বেশ এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ইংল্যান্ডের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে চারবারের দেখায় দুই দলের জয় সমান দুটি করে। সবশেষ তিনবারের হিসেব করলে বরং বাংলাদেশ এগিয়ে, টাইগারদের জয় দুটি, ইংলিশদের একটি।

তবে সবশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম হিসেব করলেও ইংলিশদের বেশ এগিয়ে রাখতে হবে। দুই দলের সবশেষ পাঁচ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি।

তারপরও বাংলাদেশ এবারের দলটি নিয়ে ভীষণ আশাবাদী সমর্থকরা। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেই আশার পালে জোর হাওয়া বইয়ে দিয়েছেন সাকিব-মিরাজরাই। এবার ইংলিশ-পরীক্ষায় উৎড়ে গেলেই হয়!

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড, টস, ফিল্ডিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন