কুতুবদিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের সন্দেহে উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের সন্দেহে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে কিশোরীকে উদ্ধার করা হয় বলে থানা সূত্র জানায়। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কিশোরী সাহেলার (ছদ্মনাম) সৎ মা পারভীন জানান, সাহেলা অন্তত ১০ বছর যাবত কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়িতে রাখা মুশকিল। প্রায় সময় কাউকে না বলেই চলে যায়। বুধবার সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না। বৃহস্পতিবার পুলিশের মাধ্যমে জানতে পারি। মেয়েটি খোলাখুলি কিছুই বলছেনা। তাকে বড়ঘোপ এলাকায় কয়েকজন মিলে অজ্ঞাত স্থানে নিয়ে বিলের মাঝে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে উপজেলা সদর আজম কলোনি এলাকা থেকে সংবাদদাতার মাধ্যমে খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে পরীক্ষার জন্য ভর্তি করা হয়।
স্থানীয়দের সহায়তায় সিএনজি থেকে পালিয়ে যাওয়াদের সূত্র ধরে সন্দেহাতীতভাবে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল থেকে কিশোরীকে এনে আটকদের সনাক্তের চেষ্টা চলছে। তবে সঠিক তথ্য কিশোরী দিতে পারছেনা বলে জানান তিনি।
কিশোরীটি লেমশীখালী শাহাজির পাড়ার সাহাবুদ্দিনের মেয়ে বলে জানা গেছে।