ক্রীড়াবিদরা কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী কিংবা মাদকাসক্ত হতে পারেনা
পার্বত্য অঞ্চলের রত্ন মনিকা চাকমা ফুটবলের মাধ্যমে সারা বিশ্বের দরবারে খাগড়াছড়িকে পরিচিত করেছে। প্রতিটি পরিবারে মনিকার মত সন্তান গড়ে তোলার আহ্বান জানিয়ে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা বলেছেন, ক্রীড়াবিদরা কখনো চাদাঁবাজি, সন্ত্রাসী বা মাদকাসক্ত হতে পারেনা। তাঁরা দেশ ও জাতির অহংকার।
শুক্রবার বিকেলে গুইমারা বাইল্যাছড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খেলায় যৌথ খামার একাদশ, নতুন পাড়া যুব সংঘকে ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দলের অংশগ্রহণে খেলাটি শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মেমং মারমা খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এছাড়াও খেলায় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য হরিপদ্ম ত্রিপুরা, জতি বসু ধামাই, দিগেন্দ্রলাল ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দসোমসহ খেলার মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক।