খাগড়াছড়িতে বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ ও খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় শীতবস্ত্র বিতরণ


বঙ্গমাতা পরিষদ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখা ও খাগড়াছড়ি রিজিয়নের সহায়তায় তিন শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরস্থ এপিবিএন রোড মধুপুর বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা শাখার বঙ্গমাতা পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক সৌরভ তালুকদার এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম, ইঞ্জিনিয়ার জ্যোতি বিকাশ চাকমা, বঙ্গমাতা পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রজ্ঞাবীর চাকমা ও ব্যবসায়ী রিন্টু বিকাশ চাকমা প্রমুখ।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, শীতবস্ত্র বিতরণ
Facebook Comment