ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে।
শুক্রবার (১২ মে) রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসন ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সতর্কমূলক আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, সকল ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সতর্ক রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা সদরে কন্টল রুম খোলা রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিগ গঠন, তথ্য অফিসের মাধ্যমে মাইকিং, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার ও দোয়া, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট টিম প্রস্ত রাখা, কাপ্তাই লেকে নৌচলাচল সীমিত করন, রোভার স্কাউটাস টিম প্রস্ত রাখা, দুর্যোগ কালীন নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, জরুরী চিকিৎসা সেবা টিন গঠন ও এ্যাম্বুলেন্স প্রস্তত, বিদ্যুৎ বিভাগ জরুরী গাছের ডালাপালা কাটার জন্য কুইক রেসপন্স টিম গঠন করাসহ সড়ক বিভাগের জরুরী টিম প্রস্তত রাখা হয়েছে বলে উল্লেখ করেন।
এছাড়া তিনি কাপ্তাই উপজেলার সকল লোকজনকে সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।