টেকনাফের হোয়াইক্যয়ে অপহরণের শিকার স্কুল ছাত্রী
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঘিলাতলীর অসহায় দিন মজুর লাল মুহাম্মদ এর ষোড়ষী কন্যা রোকিয়া আক্তার কে অপহরন করে নিয়ে গেছে একই ইউনিয়নের উনছিপ্রাং নামক গ্রামের আজিজুর রহমানের পুত্র কামরুল ইসলাম“কমরু’।
উলুবনিয়া রাস্তার মাথার আলী আহমদের পুত্র মোঃ ফিরুজ জানান, রোকিয়া আক্তার(১৬) কে আমি নিজের মেয়ের মত স্নেহ করে লালন পালন করে বড় করেছি। রোকিয়া সবে মাত্র কাটাখালী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাশ করে ৬ষ্ট শ্রেনীতে ভর্তির অপেক্ষা করছিল। গত ৩ জুন রোকিয়া আক্তার মামা ফিরোজের বাড়ী থেকে ঘিলাতলীস্থ তার পিতার বাড়ী যাওয়ার পথে কামরুল ইসলাম ও তার সাঙ্গ পাঙ্গরা ফ্লীমি ষ্টাইলে অপহরন করে নিয়ে যায়। অপহনের শিকার ষোড়ষী রোকিয়ার ভাগ্যে কি ঘটেছে ? তা জানেনা তার পরিবার।
তার পিতা লাল মুহাম্মদ গত ৩/৪দিন ধরে খুঁজা খুজির পরও সন্ধান না পেয়ে মিডিয়া কর্মীদের কান্নায় জড়িত কন্ঠে বলেন- আমার মেয়ে কে আজিজুর রহমানের পুত্র কামরুল অপহরন করেছে। এখন আমাকে উল্টো মামলা না করার হুমকি দিচ্ছে। উক্ত কামরুল উনছিপ্রাং এলাকার সাবেক জামায়াত নেতা আব্দুল বাছেতের ভাতিজা বলে জানা গেছে। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।