পর্যটন মৌসুমে বান্দরবানে যুক্ত হলো আরও ৬টি এসি বাস
পর্যটন শহর বান্দরবানে পর্যটক ভ্রমনের সুবিধার্থে পূরবী পরিবহণে এবার যুক্ত হয়েছে ৬টি এসি বাস। শুক্রবার (০৯অক্টোবর) সকালে শহরের হিলভিউ কনভেনশন সেন্টারের সামনে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেছেন, বান্দরবানে পরিবহন ব্যবসার উজ্জল সম্ভাবনা তৈরি করেছিল পূরবী-পূর্বানী। তাদের পরিশ্রমে পাহাড়ের সড়কের পরিবর্তন হয়েছে। তাই পর্যটন ব্যবসায় বাইরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়দের অগ্রধিকার দিতে হবে।
পরিবহন মালিকদের প্রতি তিনি আরও বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না। যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে। পরিবহণ শ্রমিকদের অতীতের ভুল শুধরিয়ে শহরের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের সাথে ভালো আচরন করার পরামর্শ দেন তিনি।
পরিবহণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শফিউল আলম, অতিরিক্ত পুলিশ আবদুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম চৌধুরী, পুর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রুত দাশ ঝন্টু।
অনুষ্ঠানে পূরর্বী পরিবহণের স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ বলেন, পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এখন থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে পূরবী পরিবহণ এসি বাসে প্রকৃতির সান্নিধ্যে যেতে পারবেন পর্যটকরা। পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানেরও আশ্বাস দেন তিনি।