পানছড়িতে এমএ মালেক মেমোরিয়াল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
পানছড়ি উপজেলার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে প্রয়াত চেয়ারম্যান এম এ মালেক মেমোরিয়াল ফাউন্ডেশন। “দুর্যোগ দুর্দিনে, মানুষ মানুষের জন্য” এ প্রতিপাদ্যর ব্যানারে ৫নং উল্টাছড়ি ইউপি পরিষদ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিভিন্ন এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব।
এমএ মালেক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানবীন আইনজীবি শফিকুল আলম জানান, ফাউন্ডেশনটি সব সময় আত্ম-মানবতার সেবায় নিয়োজিত।
এলাকায় হত দরিদ্র ২০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের মধ্যে দিয়েই এর পথচলা শুরু হয়েছে। হত-দরিদ্রদের নিয়েই কাজ করাই হবে ফাউন্ডেশনের মূল লক্ষ্য।