প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিত্ব করে সেমি ফাইনালে উঠেছে কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে নাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বরিশাল বিভাগীয় প্রতিনিধিত্ব দলকে ১-০ গোলে পরাজিত করে।কুতুবদিয়া উপজেলা শিক্ষা অফিসার ও জিল্লুর রহমান জানান, রোববার দুপুর আড়াইটায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি দলকে ১ -০ গোলে হারিয়ে জাতীয় পর্যায়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে মোহাম্মদ জুবায়ের। একই মাঠে (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমি ফাইনালে রংপুর বিভাগীয় দলের সাথে মোকাবেলা করবে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।