বাইশারীতে মহানবী (সা.)-কে অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে মহানবী (সা.)-কে অবমাননা ও কটূক্তিকারীর বিরুদ্ধে সকল স্তরের ছাত্রসমাজ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
১৮ জুন (শনিবার) দুপুর ২টায় বাইশারী শাহনুরুদ্দিন দাখিল মাদ্রাসা ও বাইশারী স্কুল এন্ড কলেজ থেকে খন্ড খন্ড মিছিল বের হয়ে বাইশারী বাজার চত্বরে মিলিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারের ত্রিমুহনী চত্বরে জমায়েত হয় এবং প্রতিবাদ সমাবেশ শুরু করে।
এসময় মাওলানা জহিরুল হকের পরিচানায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাইশারী ছাত্রদলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এনকে রিপন, ছাত্রদল নেতা আলী মিনহাজ, মাওলানা আবদুর রহিম , মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাহের মোরশেদ, সাজ্জাদসহ অনেকেই।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের দুই নাস্তিক কুলাঙ্গারের কঠিন শাস্তির আওতায় আনা ও অবিলম্বে গ্রেফতারসহ ভারতের সকল পন্য বর্জনের দাবি জানান।
এসময় বাইশারী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।