মংরাজ বাড়ির সত্য বুদ্ধ মেলায় মানুষের ঢল, পূজা-অর্চনায় মঙ্গল কামনা

fec-image

খাগড়াছড়ির জেলার মং সার্কেলের ৫ম রাজা মংপ্রু সাইন বাহাদুরের প্রজা কর্তৃক কুড়িয়ে পাওয়া সত্য বুদ্ধ মূর্তি স্মরণে আয়োজিত মেলার ৬৩তম আসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ৭-৮ হাজার লোকের সমাগমে এ মেলার আসর অনুষ্ঠিত হয়

প্রতি বছর বৌদ্ধশাস্ত্রমতে কার্তিকের পূর্ণিমার দিনের এ সত্য বুদ্ধ মেলায় বুদ্ধ কিশোর-কিশোরী ও নারী-পুরুষেরা বিহারে বাতি জ্বালিয়ে বিশ্বশান্তির মঙ্গল কামনায় শামিল হওয়ায় মেলার ৬৩তম আসর বেশ জমে উঠেছে।

মেলা উদযাপন কমিটির সভাপতি ও পাড়া প্রধান (কার্বারী) চলাপ্রু মারমা বলেন, ১৯৫৪ সালের কোন এক সময় তৎকালীণ মংরাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলা চাইংগুলি পাড়ার অরণ্যে এক প্রজা কর্তৃক কুড়িয়ে পাওয়া বুদ্ধমর্তিটি মংরাজ বাড়ির “রাজ জেতবন বৌদ্ধ বিহারে” প্রতিস্থাপনের পর হতে বৌদ্ধশাস্ত্রমতে কার্তিকের এই পূর্ণিমার দিনে সত্য বুদ্ধ মেলা পালিত হয়ে আসছে। বৈশ্বিক মহামারী করোনার ধকলে গত দুই বছর মেলার আনুষ্ঠানিকতা বন্ধ থাকায় এবার ৬৩তম আসরে বৌদ্ধধর্মালম্বী শিশু, কিশোর-কিশোরী ও নারী-পুরুষেরের উপচেপড়া ভীড় সামলাতে স্বেচ্ছাসেবীরা বেগ পেতে হয়েছে।

দুপুরের পর রাজবাড়ীর অলিগলিতে তিল ধারণের ঠাঁই ছিল না। ‘সত্য বুদ্ধকে প্রণাম করে বিশ্বশান্তি কামনায় পূজা-অর্চনায় বৌদ্ধধর্মালম্বীরা বিহারে বাতি জ্বালিয়েছে। সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে মেলা শেষ করার প্রশাসনিক নির্দেশ থাকলেও যথাসময়েও মানুষের ঢল সামাল দিতে পারিনি। তবে ৭টার আগেই মেলা প্রাঙ্গণ জনশূন্য করার আপ্রাণ চেষ্টা থাকবে।

এদিকে মেলা চলাকাল দুপুরে মেলা পরিদর্শন করেন ৩ ফিল্ড রেজি. আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসজিজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় প্রয়াত মংরাজা মংপ্রু সাইন বাহাদুরের দৌহিত্র (নাতি) কুমার সুইচিংপ্রু প্রকাশ মেঝ কুমার অতিথিদের অভ্যর্থনা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বুদ্ধ মেলা, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন