মাটিরাঙ্গায় ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ মালিক বিহীন ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে বর্ডার গার্ডর বাংলাদেশ (৪০-বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শিশক বাড়ি নামক এলাকায় থেকে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম এর নেতৃত্বে মালিকবিহীন ২১৭টি ভারতীয় শাড়ি ও ৭২টি লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক বর্তমান বাজর মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫শ টাকা।
৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।