রাঙামাটিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধের ১০ বছরের জেল

fec-image

রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামের বৃদ্ধের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেনের আদালত এ রায় ঘোষণা দেন।

আদালত সূত্রে জানা গেছে-২০১৯ সালের ২২ এপ্রিল বিকেলে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় ওই বৃদ্ধ। ঘটনার পরেরদিন শিশুটির বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট, আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন