রাঙামাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাঙামাটি জেলার ৩টি ব্রিজ, ৩১টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ৩টি উচ্চ বিদ্যালয় ভবন, ১টি কলেজ ভবন এবং আশ্রয়ন প্রকল্প-২ এর ১৩২টি ভূমিহীন ও গৃহহীনের ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের অন্যান্য এলাকার ন্যায় রাঙামাটির এসব উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।