রামুতে জমি নিয়ে বিরোধের জেরে নিহত- ১

কক্সবাজারের রামু উপজেলাধিন দক্ষিণ মিঠাছড়িতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরির আঘাতে সমির ধর নিহত হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে সমির ধরের লাশ দক্ষিণ মিঠাছড়ি পূর্ব ধর পাড়া নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ সময় শনিবার বিকেল ৩ টায় পূর্ব উমখালী ধর পাড়া ষ্টেশনে অভিযুক্ত রিজন ধর, বাবুল ধর, মিঠন ধর, আপন ধর, মিঠু ধর, শিমুল ধর ও ছোটন ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ৫ গ্রামের জনসাধারণ।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান এবং দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা যান ।
এদিকে নিহত সমির ধরের বড় ছেলে অষ্টম ধর বাদী হয়ে রামু থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, শুক্রবার জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরির আঘাতে খুন হন সুমির ধর।তৎক্ষানিক রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং ঘটনার মূল হোতা বাবুল ধর ও তার ছেলে রিজন ধরকে আটক করতে সক্ষম হয়।