লক্ষীছড়িতে গাঁজাসহ আটক করিম বাদশা


নিরাপত্তাবাহিনীর লক্ষীছড়ি জোনের আওতাধীন বাইন্যাছোলা নিজামপাড়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. করিম বাদশা (৩০) কে আটক করেছে।
সোমবার(৯ মার্চ) সকালে ১১টায় বাইন্যাছড়া নিজাম পাড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। আটক করিম বাদশা বাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগর এলাকায় ।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ বাদশা মাদক ব্যবসার সাথে জড়িত। যৌথবাহিনী তাকে নজরদারিতে রেখেছে। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাসীর জন্য মটর সাইকেলসহ ব্যারিকেড দেয় যৌথবাহিনী ।
তল্লাসী করে তার কাছে যৌথবাহিনী এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে লক্ষছড়ি থানায় পুলিশে সোপর্দ করেন বলে নিশ্চিত করেছেন ওয়ারেন্ট অফিসার কামাল।
এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যাহার নং-১, তারিখ- ৯/৩/২০২০খ্রি. এবং আসামিকে লক্ষ্মীছড়ি থানা থেকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে