হরতালের সমর্থনে রাঙ্গামাটিতে ১৮দলের বিক্ষোভ
রাঙ্গামাটি সংবাদদাতা:
৮ ও ৯ মে হরতালের সমর্থনে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ১৮দল। এসময় গভীর রাতে সরকারী বাহিনীর হামলায় নিহত হেফাজত কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সোমবার বিকালে ১৮ দলীয় জোট নেতা ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম এর নেতৃত্বে মিছিলটি বিএনপির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি মেয়র সাইফুল ইসলাম ভুট্টো,সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন পর্যয়ের ১৮ দলের নেতৃবৃন্দ ।