‘আ’লীগ সরকার নারী সমাজকে এগিয়ে আনার জন্য কাজ করছে’

pic. pekua-workshoop-16-04-15
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নের যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের জিও বি খাতের আওতায় স্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আবুল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, কক্সবাজার মেড়িকেল কলেজে অধ্যাপক ডা: ছরওয়ার আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সের ভারপ্রাপ্ত টি এইচ ও ডা: মজিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: আহসান কবির। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক চৌং, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হানিফ, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী আকতার আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।

সভায় প্রধান অতিথি কক্সবাজার-২ (মহেশখালী – কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, বর্তমান সরকার শিশু ও নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার বলে দেশের নারীসমাজকে এগিয়ে আনার জন্য এবং উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। শেখ হাসিনা সরকার নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন