উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন আনান কমিশনের তিন সদস্য

123 (1) copy

নিজস্ব প্রতিবেদক:

নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অবস্থা জানতে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্য। এ দলে কমিশনের তিন সদস্য উইন রা, আই লুইন, ঘাশান সালামে ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়’র যুগ্ম সচিব বাকি বিল্লাহ আসেন।

রোববার সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার বালুখালি পানবাজার অস্থায়ী ক্যাম্পে যান। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারা। পরে তারা টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। আন্তর্জাতির অভিবাসন সংস্থা, কক্সবাজার অফিস’র কর্মকর্তা সৈকত বিশ্বাস জানান, ২দিনের  কক্সবাজার সফরে কমিশনের সদস্যরা নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা।

মঙ্গলবার তারা কক্সবাজার থেকে ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন