মেজর সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য গ্রেফতার

অব. মেজর সিনহা মো. রাশেদ খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনার দিন চেকপোস্টে ডিউটিরত এপিবিএনের তিন সদস্য গ্রেফতার হচ্ছেন। ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, তারা যেহেতু সরকারি কর্মকর্তা সেহেতু কিছু আইনগত নিয়ম আছে। তা মেনেই গ্রেফতার তাদের দেখানো হবে।

তারা হলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সাবইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

ইতোমধ্যে এই তিনজনকে র‌্যাবের কার্যালয়ে নিযে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবে বলে জানান লে. কর্ণেল আশিক বিল্লাহ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা হলো ১৩ জন।

এর আগে গ্রেফতার হন- টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিত, উপপরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এপিবিএন, মেজর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন