কক্সবাজারের জেলা ও উপজেলায় জামায়াত নেতা কাদের মোল্লার জানাযায় বিপুল লোকের সমাগম

13-janaza

পার্বত্যনিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের  গায়েবানা জানাযা কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের প্রতিটি উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে আজ গায়েবানা জানাযার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামী। সকাল থেকেই জেলার বিভিন্নস্থান থেকে জনতা মিছিলসহকারে জানাযার উদ্দেশ্যে গমন করেন। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান এবং রাস্তায় গাছের গুড়ি ও বৈদ্যুতিক পিলার ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।
সকাল ১০ টা থেকেই শহরের বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে খুরুস্কুল নতুন রাস্তার মাথায় জমায়েত হয়। বেলা ১১ টায় সংক্ষিপ্ত সমাবেশে শেষে গায়েবানা জানাযার নির্ধারিত স্থান কক্সবাজার সরকারি কলেজ মাঠের দিকে মিছিল সহকারে রওয়ানা দেয় জনতা।  মিছিলটি শহরের তারাবনিয়ারছরা থেকে শুরু হয়ে শহরতলী লিংকরোড স্টেশন প্রদক্ষিণ করে জুমার আগেই কক্সবাজার কলেজ মাঠে অবস্থান নেয়। মসজিদে লোক সমাগম না হওয়ায় কলেজ খেলার মাঠে জুমার সলাতের ব্যবস্থা করা হয়। সলাতুল জুমার পর পরই শুরু হয় নেতৃবৃন্দের বক্তব্যের পালা। জানাযার পূর্বে খরুলিয়া-বাংলাবাজার থেকে হাজার হাজার জনতার বিশাল একটি মিছিল কলেজ মাঠে প্রবেশ করে। বর্ষিয়ান আলেমে দ্বীন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুরের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে জানাযাপূর্ব হাজার হাজার শোকাহত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, আ’লীগের সময় শেষ; বারটা বাজতে আর পাঁচ মিনিট সময় বাকী এরপর খুনি স্বৈরাচারী আ’লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না। আ’লীগ এখনো বিক্ষুব্ধ জনতার গণআন্দোলন আচঁ করতে পারছেনা। ক্ষমতার মোহে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে দেশের রাজনীতিবিদদেরকে জুডিশিয়ারি হত্যা করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে আওয়ামী রাজনীতির চূড়ান্ত দাফন করার জন্য দেশবাসী তৈরী হয়ে আছে। সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রীর নিকট আবদুল কাদের মোল্লা যুদ্ধাপরাধী হলেও দেশের কোটি মানুষের হৃদয়ে আজ তিনি গৌরবান্বিত শহীদ হিসেবে বিবেচিত হচ্ছে। মানবতাবিরোধী বিচারের নামে আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যে কাল্পনিক অভিযোগগুলো আনা হয়েছে এরসাথে শহীদ আবদুল কাদের মোল্লার কোন সংশ্লিষ্টতা নেই।  বক্তারা তাঁর শাহাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শহর শিবির সভাপতি আনম হারুণ ও শহর জামায়াতের সহ-সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় জানাযাপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য শামশুল আলম বাহাদুর, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর, শহর জামায়াত সেক্রেটারি সাইদুল আলম, পৌর বিএনপির সেক্রেটারি রাশেদ মুহাম্মদ আলী, শহর জামায়াতের সহ-সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, জেলা সভাপতি দিদারুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আল আমীন মু.সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, শহর শিবির সেক্রেটারি জাহেদুল ইসলাম নোমান, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, সাবেক ককসু জিএস অ্যাডভোকেট এনামুল হক সিকদার, সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর, অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার, মুহাম্মদ শাহজাহান, পৌর শিবির সভাপতি হাসান মু. ইয়াছিন, কক্সবাজার কলেজ সভাপতি লোকমান হাকিম, শিবির নেতা মুহাম্মদ জাহাঙ্গীর, জিয়াউল হাসান প্রমুখ।

এদিকে গায়েবানা জানাযা কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ২ টায় জানাযা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের শুরা সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ আবদুর রহমান আজাদের ইমামতিতে অনুষ্ঠিত জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া পৌর আমীর আকতার হোছাইন, উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মুহাম্মদ হেদায়ত উল্লাহ, জেলা শিবির সেক্রেটারি মাহফুজুল করিম, উত্তর জামায়াত সেক্রেটারি রশিদ আহমদ, পৌর সেক্রেটারি আরিফুল কবির, দক্ষিণ সেক্রেটারি মোজাম্মেল হক, চকরিয়া শহর শিবির সভাপতি আজিজুর রহমান, পশ্চিম সভাপতি শাহেদ উদ্দিন রাজু, দক্ষিণ সভাপতি তানজিরুল ইসলাম, উত্তর সভাপতি নুর মুহাম্মদ রকি, জামায়াতনেতা মাওলানা কুতুব উদ্দিন, সালেকুজ্জমান, এসএম আলী জিন্নাহ, গোলাম মোস্তফা কায়সার, সৈয়দ মু.রাসেল ও মুহাম্মদ আবদুল্লাহ। শহীদ আবুদল কাদের মোল্লার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা কফিল উদ্দিন। জানাযায় প্রায় ১০ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
খুটাখালী জামায়াতের উদ্যোগে বাদ আসর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। মাওলানা ছৈয়দ করিমের ইমামতিতে অনুষ্ঠিত জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতনেতা আসহাব উদ্দিন লিটন, শিবির সভাপতি সিরাজুল ইসলাম, শ্রমিকনেতা সাহাব উদ্দিন, বিএনপিনেতা রেজাউল করিম, জামায়াতনেতা ডা. শওকত আলম, জুনাইদ ও শহিদুল ইসলাম প্রমুখ। এতে প্রায় ৫হাজারেরও বেশি লোক জানাযায় অংশগ্রহণ করেন।

উপজেলা কোটবাজার স্টেশনে বাদ আসর শহীদ আবদুল কাদের মোল্লা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের গায়েবানা জানাযা অনুষ্টিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের ইমামতিতে অনুষ্ঠিত জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, উপজেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, বিএনপিনেতা দলিলুর রহমান শাহীন, শিবির সভাপতি আবদুর রহিম, জামায়াতনেতা নুরুল হক, শিবির সেক্রেটারি সেলিম উদ্দিন, জামায়াতনেতা মাওলানা রহমত উল্লাহ,আবুল হোছাইন ও সরওয়ার আলম টিপু। জানাযায় ১০ সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।

এদিকে জেলার কুতুবদিয়া উপজেলার ধুরুং স্টেডিয়াম ময়দানে বাদ আসর উপজেলা আমীর মাওলানা আনোয়ার হোছাইনের ইমামতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ আহমদ, জামায়াতনেতা মাওলানা ইসমাইল, মাওলানা নুরুল আমিন, হাসান মুরাদ, আবদুর রহিম, মাষ্টার রবিউল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম ও অ্যাডভোকেট সেলিম উল্লাহ প্রমুখ।
উপজেলার বড়ঘোপ এলাকায় মাওলানা শফিউল আলমের ইমামতিতে বাদ আসর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতনেতা মাওলানা আক্কাস উদ্দিন ও মাওলানা ওসমান বক্তব্য রাখেন।

এদিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের ইমামতিতে সকাল ১১ টায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাষ্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, শিবির সভাপতি আজহারুল ইসলাম, জামায়াতনেতা নুরুজ্জমান মনজু, আবদুর রহিম, মনজুর আলম, শিবিরনেতা মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। এছাড়াও উপজেলার মগনামাতে গায়েবানা জানাযা অনুষ্টিত হয়। দুই জানাযা মিলে প্রায় ১০ হাজারের বেশী লোক অংশগ্রহণ করেন।

এদিকে  দশ সহস্রাধিক শোকাহত জনতার অংশগ্রহণে জেলার টেকনাফ উপজেলায় বাদ জুমা হোয়াইক্যং স্টেশন চত্ত্বরে ইউনিয়ন চেয়ারম্যান ও জামায়াতনেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারির ইমামতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন চেয়ারম্যান ও জামায়াতনেতা মাষ্টার মীর কাসেম, উপজেলা আমীর অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী, শিবির সভাপতি রবিউল আলম, মফিজ আহমদ, জামায়াতনেতা ছৈয়দ আহমদ তারেক প্রমুখ। এছাড়াও উপজেলার বাহারছরা, ফল্যাণপাড়া, আলীখালীতেও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর, পানিরছরা, বড় মহেশখালী, মাতারবাড়ী, বাংলাবাজার জামে মসজিদ, পশ্চিম উত্তর মিয়াজি জামে মসজিদ, ওয়াপদা পাড়া জামে মসজিদ, পশ্চিম বালিয়া জামে মসজিদ, ধলঘাটা সুতুরিয়াবাজার জামে মসজিদ ও চম্পাবেইল জামে মসজিদে গায়েবানা জানাযার অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেম মাওলানা বদিউল আলমের ইমামতিতে শাপলাপুর বাজারে বাদ আসর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহেশখালী দক্ষিণ আমীর জাকের হোছাইন, বিএনপিনেতা আমিনুল হক চৌধুরী, শামীম ইকবাল ,মা. সিরাজুল হক, জামায়াতনেতা মাওলানা আবদুল হক হক্কানী প্রমুখ।
মাতারবাড়ীতে বাদজুমা মাওলানা বশির আহমদের ইমামতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী উত্তর আমীর মাওলানা মুবিনুল ইসলাম, শিবির সভাপতি মফিজ উদ্দিন ও আবদুশ শাকুর প্রমুখ। এসকল জানাযায় প্রায় ১০ হাজারের ও শোকাহত জানাযা অংশগ্রহণ করেন।

জেলার রামু উপজেলার কলঘর স্টেশনস্থ মহাসড়কে বাদজুমা মাওলানা শরিফুল হকের ইমামতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মু.হাসান, সেক্রেটারি মাওলানা মু.রফিক, জামায়াতনেতা অ্যাডভোকেট হোছাইন আহমদ আনছারি, শিবির সভাপতি মনজুর আলম, জামায়াতনেতা এনামুল হক, সোহরাব হোছাইন প্রমুখ।
উপজেলার গর্জনিয়া বাজারে বাদ আসর প্রায় দশহাজার জনতার অংশগ্রহণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। মাওলানা মোস্তাক আহমদের ইমামতিতে অনুষ্ঠিত জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতনেতা হাফেজ মাওলানা আবদুল হাই, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদ, জামায়াতনেতা মাওলানা হাফেজ মুতাহেরুল হক, শিবির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন