কক্সবাজারে ৩ হাজার ২শ রোহিঙ্গা পরিবারকে ত্রাণ বিতরণ

DSC01446 copy

কক্সবাজার প্রতিনিধি:

সাম্প্রতি মিয়ানমার রাখাইন রাজ্যে সহিংসতার পরে বাংলাদেশে আসা ৩ হাজার ২শ রোহিঙ্গা পরিবারকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। সোমবার সকালে টেকনাফের হ্নীলা ‘লেদা স্কুল’ মাঠ এবং একই এলাকার ‘দরগা সি এন্ড বি’ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এর যৌথ উদ্বোগে প্রথম দিনেই ৪০৭টি পরিবারকে এসব ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক মাসের জন্য ৬ পদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

আগামী ১০ দিনের মধ্যে ৩ হাজার ২’শ রোহিঙ্গা পরিবারকে এসব ত্রান বিতরণ করা হবে বলেও জানান আর্ন্তজাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তা বরিস কেলেচেভিক।

রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরণে স্থানীয় সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা পাচ্ছে বলে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা সেলিম আহমেদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন