কমিউনিটি পুলিশিং ফোরামের শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী

 স্টাফ রিপোটার:

বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরাম উদ্দেগে সদর থানার সহায়তায় বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী (শিসক) আয়োজন করা হয়। উক্ত শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকা গীতাশ্রী, পৌর কাউন্সিলর মং হ্নে চিং, প্রমুখ বক্তব্য রাখেন।
 
প্রধান অতিথি বলেন, সাধারণত বখাটে বেকার, ভবঘুরে, নেশাগ্রস্থ, অ-শিক্ষিত, কু-শিক্ষিত ও সন্ত্রাসী এসব প্রকৃতির লোকজন বিভিন্ন অপরাধে জড়িত। পারিবারিক অনুশাসন, নৈতিক অবক্ষয়, ধর্মীয় অনুভূতির অভাবে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইভটিজিং, বাল্য বিবাহ নিরোধ, মাদক সংক্রান্ত অপরাধ, মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার ও নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন