কাপ্তাইয়ে ঈদ বাজার মন্দা, অলস সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা

fec-image

রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজারে পবিত্র ঈদে দোকানে হরেক রকম কাপড় আছে কিন্তু বিক্রয় নেই। লাখ লাখ টাকা ব্যাংক, এনজিওসহ বিভিন্নভাবে লোন ও টাকা ধার নিয়ে ঈদ উপলক্ষে দোকানে হরেক রকম পোষাকে সজ্জিত করেছে ব্যবসায়ী মহল। কিন্তু ক্রেতা শূন্য, অলস সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা।

অনেকে মত প্রকাশ করে জানান, কাপ্তাইয়ের ব্যবসা হল কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল। পানি না থাকায় লাখ লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। যার ফলে দোকানে বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষে জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে। দিন দিন কাপ্তাইয়ের আয়ের উৎস কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঈদের বাজারে। কাপ্তাই নতুনবাজার ঢাকা টেইলর মালিক আব্দুল কাদের জানান দোকানে বেচা বিক্রয় নেই।

রবি টেইলস আক্তার হোসেন জানান, দোকানে হরেক রকম পোষাক ও বিভিন্ন রকম কাপড় আছে কিন্তু ক্রেতা নেই। তেমন একটা বিক্রয় নেই।

দোকান মালিক আব্দুর রউফ জানান, তেমন একটা বিক্রয় নেই। জানি না সামনে কি হয়। জুতার দোকান মালিক আসিফ জানান, খুবি স্বল্প বিক্রয় হচ্ছে। কিছু ক্ষুদ্র ব্যবসায়ী জানান, যারা সরকারি চাকুরিজীবী তারা বেতন বোনাস পেয়ে চট্টগ্রাম বা পার্শ্ববর্তী উপজেলা চন্দ্রঘোনা লিচুবাগান মার্কেটে গিয়ে ঈদ বাজার ক্রয় করছে।

দোকানের মালিক খুরশিদ আলম জানান, চাঁদরাতে সাধারণ লোকজন কেনা কাটায় ঢল নামবে। এবং ঐদিন বাজারে বিক্রয় হবে বলে উল্লেখ করে। কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. সভাপতি জয়নাল আবেদিন সম্পাদক এম করিম জানান পবিত্র ঈদ উপলক্ষে বাজারে কঠোর নিরাপত্তা ও নজরদারিতে রাখা হয়েছে। পুলিশসহ সেনাবাহিনী টহল দিচ্ছে বলে উল্লেখ করে। বেচা বিক্রি একটু কম তবে ঈদের ২/১দিন আগে বিক্রয় হবে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন