কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব, বিধ্বস্ত বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ

fec-image

রাঙ্গামাটি কাপ্তাইয়ে লোকলয়ে বন্যহাতির তাণ্ডব। বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে ডুকে রান্নাঘর ব্যাপক ভাংচুর। সারারাত আতঙ্কে কেটেছে কাপ্তাইয়ে লোকলয়ের মানুষদের।

সোমবার (৮ জানুয়ারি) গভীর রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত একপাল বন্যহাতি কাপ্তাইয়ের বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজ কক্ষে প্রবেশ করে। রেস্ট হাউজে কক্ষে প্রবেশ করারপর কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে যায়। এবং রেস্ট হাউজে অবস্থানরত সকলকে সচেতন করে। এসময় হাতির পালটি রেস্ট হাউজের দরজা,জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে।

একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দেয়। বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপক (হিসাব) তিনি জানান, রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতির রেস্ট হাউজে প্রবেশ করে। এবং রেস্ট হাউজের দরজা,জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাংচুর করে। রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দৌড়ে দ্বিতীয়তলায় নিরাপদে আশ্রয় নেই। আমরা এখন আতংকে আছি আবার কখন এসে হানা দেয়।

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারণে লোকালয়ে আসছে। তা ছাড়া নতুন করে কয়েটি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যর সন্ধানে লোকালয়ে আসছে। তবে বিষয়গুলো আমরা দেখছি বলে তিনি মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বন্যহাতি, বিধ্বস্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন