কোন অশুভ তৎপরতা দেশের অগ্রগতিকে দমিয়ে রাখতে পারবে না: এমপি কমল

Bastuhara lig ramu (1) copy
খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের অভিষেক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের সংবর্ধনা সভায় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, কোন অশুভ তৎপরতা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে দমিয়ে রাখতে পারবে না।

১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা নিরীহ মানুষকে খুন করছে, আমাদের মা-বোনকের ধর্ষণ করেছে তাদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোন আপোষ হতে পারে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এ বিচার বাংলার মাটিতেই হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল বলেন, বাস্তুহারাদের পুর্নবাসনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এখন কোন মানুষ দরিদ্র নেই উল্লেখ করে তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সরকারের নানামুখী পদক্ষেপে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়েছে এ দেশের মানুষ। রামু-কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ।

রামু উপজেলা আওয়ামী বাস্তুহারালীগ সভাপতি নুরুল আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজ উল আলম।

জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু ও উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী বাস্তুহারালীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমির হোছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়ুয়া, বাস্তুহারালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রাজারকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি)  সাবেক চেয়ারম্যান শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া প্রমুখ।

এতে বাস্তুহারালীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা বাস্তুহারালীগের সহ-সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের, সহ-যুগ্ম সম্পাদক মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, বাস্তুহারালীগ নেতা রাসেল বড়ুয়া, মো. হোছন, ফতেখাঁরকুল ইউনিয়ন বাস্তুহারালীগ সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. বাদলসহ ১১ ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন